মাইনর ডিফেক্ট কাকে বলে? Minor Defect কি কি?

Minor Defect কি

মাইনর ডিফেক্ট কাকে বলে?

গার্মেন্টস কোয়ালিটি মাইনর ডিফেক্ট সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে মাইনোর ডিফেক্ট কাকে বলে। যে সকল ডিফেক্ট বা অল্টার খুবই ছোট হলেও চলে, না ধরলেও চলে এবং বায়ারের কাছেও তেমন ক্রিটিকাল না সে সকল ডিফেক্টকে মাইনর ডিফেক্ট বলে।

Minor defect কি কি?

গার্মেন্টসের সকল মেজর ডিফেক্ট যদি আকারে ছোট হয় সে ক্ষেত্রে তাকে মাইনর হিসেবে ধরা হয়। যেমন মাইনোর ডিফেক্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ

  1. জয়েন্ট স্টিচ
  2. আনইভেন স্টিচ
  3. রয়েজ
  4. পয়েন্ট নট ম্যাচ
  5. আনইভেন শেয়ারিং
  6. স্টিচ শো
  7. পুর আয়রন

এছাড়াও অনেক মেজর ডিফেক্ট রয়েছে যেগুলো আকারে ছোট হলে সেগুলোকে মাইনর হিসেবে গণ্য করা হয়। যেমনঃ 

  • পাকারিং
  • সেডিং
  • আনইভেন শেপ
  • আপডাউন
  • স্যালান্টেড
  • ওয়েভিং
  • ডার্টি স্পট
  • অয়েল স্পট
  • হেম স্টিচ সিংগ্যাল
  • ফেব্রিক্স স্লাব
  • থিক থিন
  • স্লাব
  • ইয়ান কনটামিনিশন
  • ফেব্রিক্স নট
তবে ডিফেক্ট ছোট বা বড় হোক ডিফেক্ট সবসময় ডিফেক্টেই। ডিফেক্ট কে কখনো দেখে না দেখার ভান করা যাবে না। কারণ এতে করে বায়ারের কাছে পোশাকে গুণগত মান নষ্ট হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url