মোবাইল দিয়েই অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম 2023

মোবাইল দিয়েই অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম 2023


হেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি খবর সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনার্সের ভর্তি বাতিল করতে হয়। যদি কোন শিক্ষার্থী ভুলে বা অন্য কোন কারণে একই সঙ্গে দুইটি কলেজে ভর্তি হয়ে থাকেন তাহলে একটি কলেজের ভর্তি এডমিশন বাতিল করতে হয়। তো যে কারণেই হোক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর ভর্তি বাতিল করতে হয়। তার আগে চলুন দেখে নেই ভর্তি বাতিল করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে।

ভর্তি বাতিল করার জন্য উল্লিখিত ডকুমেন্ট গুলোর প্রয়োজন হবেঃ

  • রেজিস্ট্রেশন কার্ড।
  • কলেজ ফরওয়ার্ডিং লেটার।
  • কম্পিউটার অথবা মোবাইল ফোন।

বিশেষ দ্রষ্টব্যঃ যারা রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন তারা রেজিস্ট্রেশন কার্ড দিবেন আর যাদের এখনো রেজিস্ট্রেশন কার্ড হয়নি তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় যে ফরমটি দিয়েছিল সেটি দিবেন।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিভাবে বাতিল করতে হয়?

ধাপ ০১ঃ প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে Services নামে একটি অপশন পাবেন। উক্ত মেনুতে যাওয়ার পরে Student Login অপশনে ক্লিক করুন।

অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম


ধাপ ০২ঃ উপরে উল্লিখিত অপশনটিতে যাওয়ার পরে একটি লগইন পেজ অপেন হবে। নিচে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে একটি লেখা আছে ওই অপশনে প্রবেশ করুন।

অনার্স ভর্তি বাতিল করতে কি কি লাগে?

ধাপ ০৩ঃ উপরে উল্লেখিত অপশনে যাওয়ার পরে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে এখন আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে এটি ফিলাপ করতে হবে। উক্ত ফরমে Course, Sub Course, Session Year, Registration No / Admission Roll সবকিছু পূরণ করে লাল রংয়ের Registration অপশনে ক্লিক করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ মনে রাখবেন যদি রেজিস্ট্রেশন কার্ড নাম্বার দিয়ে লগইন না হয় তবে এডমিশন রোল নাম্বার দিয়ে চেষ্টা করবেন।

ধাপ ০৪ঃ তিন নাম্বার অপশনটি পূরণ করার পরে একটি কনফারমেশন মেসেজ পেয়ে যাবেন। সেখানে যদি আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকে তাহলে Proceed অপশনে ক্লিক করবেন। আর যদি কোথাও ভুল থাকে তাহলে Try Again অপশনে ক্লিক করে ভুল তথ্যগুলো সংশোধন করে পুনরায় Proceed অপশনে ক্লিক করুন।

অনার্স ভর্তি বাতিল করবো কিভাবে? 

ধাপ ০৫ঃ পরবর্তী পেজে আসার পরে আপনার ব্যক্তিগত সকল তথ্য এখানে দিতে হবে। এই পেজে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নেম সবকিছু দিয়ে সেভ অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ মনে রাখবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিই হচ্ছে আপনার ইউজার নেম।

এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলে আবারও Student Login পেজে ঢুকে আপনার কাঙ্খিত ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

অনার্স ভর্তি বাতিলের জন্য আবেদনঃ

স্টেপ ০১ঃ আপনার রেজিস্ট্রেশন করা সকল তথ্য দিয়ে আপনার একাউন্টে লগইন করতে হবে লগইন করার পরে একাডেমিক সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন সেটায় ক্লিক করতে হবে।

স্টেপ ০২ঃ Academic Services অপসনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে দেখতে পারবেন এডমিশন ক্যান্সেল নামে একটি অপশন দেওয়া আছে। এডমিশন ক্যান্সেলের পাশে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল ফি আপনার কত টাকা খরচ হবে সেটি উল্লেখ করা থাকবে এখন আপনাকে Admission Cancel (AC) অপশন এ ক্লিক করতে হবে।

স্টেপ ০৩ঃ এডমিশন ক্যান্সেল অপশনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ ওপেন হবে হবে এখানে আপনাকে কিছু ফাইল নির্বাচন করে সাবমিট করতে হবে। কি কি ফাইল সিলেক্ট করতে হবে সেগুলো উপরে উল্লেখ করেছি এবং নিচেও দেওয়া আছে।

  1. অনার্সে ভর্তি হওয়ার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে একটি অনলাইন কপি দেওয়া হয়েছিল সেটি লাগবে। 
  2. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন কার্ডের একটি কপি লাগবে। (যদি রেজিস্ট্রেশন কার্ড পেয়ে থাকেন অন্যথায় প্রয়োজন নেই।)
  3. কলেজ ফরওয়ার্ডিং লেটার। এটি কলেজ থেকে প্রদান করে থাকে। তবে সেই আবেদনপত্রে আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে তার স্ক্যান কপি অবশ্যই স্বাক্ষরিত এবং সিলমোহর করা থাকতে হবে।

স্টেপ ০৪ঃ পরবর্তী ধাপে ভর্তি বাতিল করার Reason এর ঘরে ভর্তি বাতিল করার কারণ উল্লেখ করতে হবে। কারণ উল্লেখ করার পরে Proceed অপশনে ক্লিক করুন। Proceed অপশনে ক্লিক করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে।

স্টেপ ০৫ঃ আপনার ড্যাশবোর্ডে নিয়ে গেলে এখানে আবেদনের সমস্ত কারণ এবং আপনার দেওয়া সকল তথ্য দেওয়া থাকবে। পাশেই Action নামে একটি অপশন দেখতে পারবেন এর পাশে পে স্লিপ লেখা একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে পে স্লিপটি অবশ্যই প্রিন্ট করে নিবেন।

অনার্স ভর্তি বাতিলের জন্য আবেদন নিয়মঃ 

উপরোক্ত সকল কাজ সম্পন্ন হলে অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আর কোন কিছু করতে হবে না। দুই অথবা তিন কর্ম দিবসের মধ্যে আবারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে লগইন করলে Status এর পাশে যদি আপনার অ্যাপ্লিকেশনের পাশে Approve লেখা দেখেন তাহলে আপনার ভর্তি বাতিল হয়েছে। এখানে একটি ফরম দেওয়া থাকবে ফর্মটি প্রিন্ট করে নিয়ে আপনার কলেজে জমা দিলে কলেজগুলোতে পক্ষ আপনার সকল ডকুমেন্ট ফেরত দিবে।

এছাড়াও অনার্স ভর্তি বাতিল করার জন্য দরখাস্ত ভর্তি বাতিল হলে উক্ত কলেজের অধ্যক্ষকে জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতপক্ষে থেকে একটি নোটিশ পাঠানো হবে।

Previous Post
No Comment
Add Comment
comment url