পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল দেখুন মোবাইলে | PSC Scholarship Result 2023
হেয় কি খবর সবার আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইনে এবং মোবাইলে মেসেজের মাধ্যমে দেখতে হয়। PSC-Primary School Certificate. DPE-Directorate of Primary Education. পিএসসি পরীক্ষা জেনারেল থেকে অনুষ্ঠিত হয় এবং ইবতেদায়ী পরীক্ষা মাদ্রাসা থেকে অনুষ্ঠিত হয়।
পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক http://www.dpe.gov.bd তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।
রেজাল্ট নেওয়ার ওয়েবসাইটের ঠিকানাঃ http://dperesult.teletalk.com.bd
সমাপনী পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য সরাসরি স্কুলে বা মাদ্রাসায় গিয়ে রেজাল্ট গ্রহণ করার কোন প্রয়োজন হয় না ঘরে বসেই অনলাইনে মাধ্যমে রেজাল্ট পাওয়া যায়।
অনলাইনে ও মোবাইলে মেসেজের মাধ্যমে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট পেতে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
অনলাইনের মাধ্যমে রেজাল্ট পেতে চাইলে প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম অপেরা মিনি বা মজিলা ফায়ারফক্স অথবা অন্য কোন ব্রাউজারে প্রবেশ করুন।
এবার ব্রাউজারের অ্যাড্রেসবারে গিয়ে টাইপ করুন http://dperesult.teletalk.com.bd এরপর Go বাটনে প্রেস করুন। অথবা আপনি যদি আমাদের এই পোস্টটি পড়তেছেন তাহলে সরাসরি উপরে লিংকে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যে নিচের ছবির মত, Directorate of Primary Education-DPE এর PSC/EBT Result Search পেজটি আপনার সামনে ওপেন হবে।
এখানে আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে বলবে। প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজাল্ট সামনে চলে আসবে।
তো চলুন দেখে নেই কি কি ডকুমেন্ট দিতে লাগবেঃ
1. পরীক্ষার নামঃ এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ড্রপ ডাউন লেখা চলে আসবে আপনি যেই পরীক্ষার রেজাল্ট নিতে চান সেই পরীক্ষার নাম নির্বাচন করুন।
2. পরীক্ষার সনঃ এখানে আপনাকে পরীক্ষার সাল উল্লেখ করতে হবে। আপনি যে সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেই সাল নির্বাচন করুন।
3. বিভাগঃ তিন নম্বর অপশনে আপনার বিভাগ সিলেক্ট করুন অর্থাৎ আপনি যে বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন যদি রংপুর থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে রংপুর বিভাগ সিলেক্ট করুন।
4. জেলাঃ এখানে আপনার জেলা নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি জেলা থেকে পরীক্ষা দিয়েছেন সেই জেলা নির্বাচন করতে হবে।
5. উপজেলা/থানাঃ এই অপশন থেকে আপনাকে আপনার থানা সিলেক্ট করতে হবে।
6. রোল নাম্বারঃ এরপর আপনার পরীক্ষার রোল নাম্বার দিয়ে সমর্পণ করুন অপশনে ক্লিক করতে হবে।
ওপরে সবকিছু ঠিক থাকলে কিছু সময়ের মধ্যে আপনার রেজাল্টে আপনার সামনে প্রদর্শিত হবে। আর যদি কোথাও কিছু ভুল আসে তাহলে সেটি সংশোধন করে পুনরায় চেষ্টা করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষার রেজাল্টের দিন সার্ভার অনেক ব্যস্ত থাকে যার কারণে ফলাফল গ্রহণ করতে অসুবিধা মুখে পড়তে পারেন তাই কিছু সময় বিরতি নিয়ে আবারো চেষ্টা করতে থাকুন।
মোবাইলে এসএমএসের পাঠিয়ে DPE Teletalk BD এর মাধ্যমে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। তবে এজন্য আপনার থানা কোডের প্রয়োজন পড়বে।
প্রাইমারি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মঃ
মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন।
DPE<Space >Thana Code<Space>Student Roll <Space>Passing Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ DPE 5440 809654 2023 Send To 16222
ইবতেদায়ী রেজাল্ট এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মঃ
PSC Result এর মতই EBT Result পেতে চাইলে প্রথম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে উপরের মত এখানে PSC এর বদলে EBT লিখুন, এরপর একটি স্পেস দিয়ে Thana লিখুন, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে, পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে। যেমনঃ
EBT<Space >Thana Code<Space>Student Roll<Space><Passing Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ EBT 5440 809654 2023 Send To 16222
এভাবে মেসেজ পাঠানোর কিছু সময়ের মধ্যে আপনার মোবাইলে আপনার কাঙ্খিত রেজাল্ট চলে আসবে। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।