HSC বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম? বোর্ড চ্যালেঞ্জ করে কোন লাভ হয়?

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজ ৮ ফ্রেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ এসেছে তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। আপনারা যদি মনে করেন আপনি পরীক্ষা অনেক ভালো দিয়েছেন কিন্তু আপনার রেজাল্ট খারাপ এসেছে এক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো বেশি কথা বাড়াবো না চলুন দেখে নেই কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।

ফলাফল পুনঃনিরীক্ষণ কি?

ধরুন, আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু পরীক্ষার রেজাল্ট আশানুরূপ আসেনি। এখন আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনার পরীক্ষার খাতা আবার রিভিউ করতে পারেন। আপনার রিভিউ করার পরিপেক্ষিতে বোর্ড কৃতপক্ষ আবারো আপনার পরীক্ষার খাতা গুলো পুনরায় চেক করে দেখবেন। যদি কোথাও কোন ত্রুটি থাকে এবং আপনি যদি আশানুরূপ ফলাফলের যোগ্য হন তবে আপনার রেজাল্টটি পরিবর্তন হবে। মূলত বোর্ড চ্যালেঞ্জ করার এই প্রক্রিয়াকেই অনেকে ফলাফল পুনঃনিরীক্ষণ, বোর্ড চ্যালেঞ্জ, ‘ফলাফল পুনঃমূল্যায়ন বলে থাকেন।

কিভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন?

বোর্ড চ্যালেঞ্জ করা অত্যন্ত সহজ একটি পদ্ধতি। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও বোর্ড চ্যালেঞ্জ করা যায়। তো চলুন দেখে নেই বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগেঃ

  • রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার জন্য একটি টেলিটক সিম। অবশ্যই ঐ টেলিটক নাম্বারে ১২৫ টাকা থাকতে হবে। 
  • বোর্ড থেকে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি নম্বর।
  • আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার।

এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদনের পদ্ধতিঃ

বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে টেলিটক সিমের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবেঃ

এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদনের পদ্ধতিঃ


REV<একটি স্পেস>আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে<একটি স্পেস>রোল নাম্বার লিখে মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরণঃ REV<>DIN<>565233 Send to 16222

এই মেসেজটি পাঠানোর পরে আপনাকে একটি মেসেজ পাঠাবে। ঐ মেসেজে আপনার বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা কাটবে এবং একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এই মেসেজটি পাওয়ার পরে নিচের মত করে লেখে আবারো আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে।

REV<একটি স্পেস>YES<একটি স্পেস>মেসেজে আসা পিন নম্বরটি<একটি স্পেস>আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরনঃ REV<>YES<>1234<>01750022*** Send to 16222

মেসেজটি পাঠানোর পরে আপনাকে একটি কনফার্মেশন বার্তা পাঠাবে এখন আপনাকে ফলাফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

আবেদনের সময়সীমাঃ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরের দিন থেকে পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ০৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

বোর্ড চ্যালেঞ্জ করে কি কোন কাজ হয়?

আপনার যদি কোন কনফিউশন থাকে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারেন। কারণ বোর্ড চ্যালেঞ্জ করে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছেন আবার অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে কোন লাভ হয়নি। তবে আপনি মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজটি একবার হলেও করে দেখতে পারেন।

ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল কবে দিবে?

বোর্ড চ্যালেঞ্জ করার সাধারণত ৩০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে থাকে। তবে সুবিধা বা অসুবিধা জন্য ৩০ দিনের কম বেশি হতে পারে। আর এবারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মার্চের মাঝামাঝি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর রেজাল্ট প্রকাশ করার হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো।

এইচএসসি পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখার উপায়?

অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু কিভাবে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখতে হয় সেটি জানেনা। এই রেজাল্ট দেখার জন্য প্রথমে মোবাইলে মেসেজ অপশনে গিয়েঃ

RSC<space>বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে<space> রোল নম্বর <Space> বিষয় কোড লেখে পাঠিয়ে দিন টেলিটক সিম হতে 16222 এই নাম্বারে।

যারা এসএসসি পরীক্ষার বিষয় কোড গুলো জানেন না তাদের সুবিধার্থে নিচে বিষয় কোডগুলো দেওয়া হলোঃ

বিষয় নাম ও বিষয় কোডের তালিকা

বিষয় নাম বিষয় কোড 
বাংলা১০১
ইংরেজি১০৭
গণিত১০৯
ভূগোল ও পরিবেশ১১০
ইসলাম ও নৈতিক শিক্ষা১১১
উচ্চতর গণিত১২৬
বিজ্ঞান১৩৮
কৃষি স্টাডিজ১২৪
পদার্থবিজ্ঞান ১৩৬
রসায়ন ১৩৭
জীববিজ্ঞান ১৩৮
নাগরিক এবং নাগরিকত্ব ১৪০
ব্যবসায় উদ্যোক্তা ১৪৩
অ্যাকাউন্টিং ১৪৬
শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া ১৪৭
হোম বিজ্ঞান ১৫১
কর্মজীবন শিক্ষা ১৫৬
রসায়নঅর্থ ও ব্যাংকিং ১৫২
বাংলাদেশ এবং বিশ্ব সভ্যতার ইতিহাস ১৫৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪

আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাললাগা, ভালোবাসার, অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই অনেকদূর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url