অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ | আবেদন করতে কি কি লাগে?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি খবর সবার? আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃতপক্ষ। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ ২০২১ সালের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে আবেদন প্রক্রিয়া শুরু করেছে। তো চলুন বিস্তারিত জেনে নেই,,,
যে সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের চতুর্থ শিক্ষাবর্ষের BA, BBA, BSS, BSC করছে অধ্যায়ন করছেন সে সকল শিক্ষার্থীর ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফরম ফিলাপ কবে?
এবারের আবেদন প্রক্রিয়া ১২ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে ১৩ মার্চ ২০২৩ পর্যন্ত চলমান থাকবে। কেউ যদি এই সময়ের মধ্যে ফরম পূরণ করতে ব্যর্থ হয় তবে জরিমানা দিয়েও পরবর্তীতে ফরম ফিলাপ করতে পারবেনা।
ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ২০২১ সনের BA, BBA, BSS, BSC অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার নিয়মিত এবং অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে যা অনলাইনের মাধ্যমে ফরম পূরণ সম্পূর্ণ করতে হবে। অনলাইনে ফরম পূরণের সময়সীমা এবং আবেদন পদ্ধতি সবকিছু নিচে তুলে ধরা হলোঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপের বিস্তারিত তথ্য ও সময়সূচীঃ
• আবেদনকারী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম ১২/০২/২০২৩ থেকে ১৩/০৩/২০২৩ তারিখের মধ্যে পূরণ করে কলেজে জমা দিতে হবে।
• আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চায়নের শেষ সময় ১৯/০৩/২০২৩ রাত ১১:৫৯ পর্যন্ত।
• কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২২/০৩/২০২৩ পর্যন্ত।
• আগামী ২৩/০৩/২০২৩ তারিখের মধ্যে পরীক্ষার্থীদের অন-লাইন আবেদন ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি কেন্দ্রে জমা দিতে হবে।
শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় নিয়ম ও তথ্যবলি:
• উল্লেখ্য থাকে যে সকল শিক্ষার্থী ২০১৭-২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন তারাই শুধু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
• ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নিবন্ধিত যে সকল পরীক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন অথবা সাময়িক সমস্যার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি সে সকল শিক্ষার্থী ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
• এছাড়াও যেসকল শিক্ষার্থী ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বৰ্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছেন সেই সকল শিক্ষার্থী এবারের অনার্স ফাইনাল পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার পাঠ্যসূচী (syllabus):
প্রতিবারের ন্যায় এ বছরও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের BA, BBA, BSS, BSC অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের পদ্ধতি পরীক্ষার্থীদের জন্যঃ
• আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে একটি প্রিন্ট কপি বের করে নিতে হবে। আবেদন করা প্রিন্ট কপিতে শিক্ষার্থীর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন এবং সকল বিষয়ের নাম কোড নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে। পরবর্তী ধাপে প্রিন্ট কপিটি সত্যায়িত করে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।
• আবেদনকারী শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির পেছনে শিক্ষার্থীর কলেজ রোল লিখে দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের লিঙ্ক এখানে দেওয়া হলোঃ
অনলাইনে আবেদন ফরম পূরণ করার পর শিক্ষার্থীদের যে সকল ডকুমেন্ট কলেজে জমা দিতে হবেঃ
- অনলাইনে আবেদন ফরমের ২টি ফটোকপি।
- আবেদনকারীর দুই কপি পাসপোর্ট ছবি।
- রেজিস্ট্রেশন কার্ডে ফটোকপি।
সাধারণ নির্দেশনা:
• আবেদনকারী শিক্ষার্থী যদি টিসি নিয়ে অন্য কলেজে অধ্যয়নরত হয় তবে নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করবে এবং কলেজে জমা দেওয়ার সময় আবেদন ফরমের সাথে টিসি নেওয়া কলেজের ফরমটি যুক্ত করে দিতে হবে।
• আবেদন ফরম পূরণের পরে কোন ভুল পরিমার্জিত হলে সে ভুলটি সংশোধন করার জন্য কলেজ কর্তৃক পূর্বের ফরম পূরণ বাতিল করে পুনরায় ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভুল সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন।