Skip Stitch কি? Skip Stitch কেন হয়?

Skip stitch কি?

যারা গার্মেন্টসে কোয়ালিটিতে বা অপারেটরের চাকরি করেন তারা জেনে থাকবেন স্কিপ স্টিচ কি। আমরা সকলে জানি Skip অর্থ এড়িয়ে যাওয়া। কিন্তু গার্মেন্টসে পোশাক তৈরি করার সময় কোথাও যদি সেলাই না হয় সেলাই এড়িয়ে যায় সেই এড়িয়ে যাওয়া জায়গাকে স্কিপ স্টিচ বলা হয়।

Skip stitch

Skip stitch কি


অর্থাৎ পোশাক সেলাই করার সময় নিচের সুতা যদি উপরের সুতাকে কেটে ধরতে না পারে তাহলে সেখানে স্কিপ স্টিচ হয়।

Skip stitch কেন হয়?

বিভিন্ন কারণে স্কিপ স্টিচ হতে পারে। তবে Skip Stitch হলেও কোন সমস্যা নেই কারণ এই ধরনের সমস্যা খুব সহজেই রেক্টিফাই করা যায়। এবার চলুন দেখে নেই কি কি কারনে স্কিপ স্টিচ হতে পারে?

  • মেশিন অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে না হলে।
  • মেশিনের স্প্রিড উচ্চ গতিতে থাকলে।
  • মেশিনের সঙ্গে নিডেল এডজাস্ট না হলে।
  • মেশিনের লুপার পয়েন্টে ময়লা জমে থাকলে।
  • ফেব্রিক্স এর কোয়ালিটি খারাপ থাকলে।

Skip Stitch বন্ধ করার উপায়?

গার্মেন্টসে স্কিপ স্টিচ একটি কমন সমস্যা। এই সমস্যার সমাধান করতে চাইলে প্রথমেই খুঁজে বের করতে হবে কি কারণে Skip হচ্ছে। Skip হওয়ার কারণ খুঁজে বের করে সমস্যার সমাধান করলেই স্কিপ বন্ধ হয়ে যাবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url