গার্মেন্টসে Open Stitch কি? কোয়ালিটি চাকরি পেতে জানতে হবে

অপেন সিয়াম বা Open Stitch কি?

যারা গার্মেন্টসে চাকরি করেন তারা জেনে থাকবেন Open Seam কি। সাধারণ ভাষায় বলতে গেলে অপেন সিয়াম অর্থ খোলা। তবে অনেকে এটিকে Open Stitch, Open Seam বা খোলা সেলাই বলে থাকে।

গার্মেন্টসে পোষাক তৈরি করার সময় Open Seam বা পোশাকের সেলাইয়ের মাঝখানে ফাঁকা বা ফাটা বের হয় যা Open Stitch নামে পরিচিত। গার্মেন্টস ডিফেক্ট এর মধ্যে Open Stitch সব থেকে বড় ডিফেক্ট। বায়ারে তৈরিকৃত পোশাকের মধ্যে একটি অপেন সিয়াম পেলে পুরো অর্ডারটি বায়ার রিজেক্ট করে দিতে পারে। নিচে ওপেন সিয়ামের কিছু চিত্র তুলে ধরা হলোঃ

open stitch ki

garments quality question

garments open seam


পোশাক তৈরি করার সময় Open Seam কেন হয়?

গার্মেন্টসে সাধারণত দুইটি কারণে Open Stitch ডিফেক্ট উৎপন্ন হতে পারে। কি কি কারনে Open Stitch হতে পারে? গার্মেন্টসে কাপড় সেলাই করার সময় বিভিন্ন কারণে Open Stitch হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

  1. অপারেটরের অদক্ষতার কারণে।
  2. অনেক সময় মেশিন অ্যাডজাস্টমেন্ট না হলেও অপেন সিয়াম বের হয়।

আশা করি বুঝতে পারছেন। গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে যেকোনো সমস্যার সমাধান জানতে চাই আমাদের সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url