সবার আগে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম 2023

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম


আসসালামু আলাইকুম, হেয় কি খবর সবার। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে এবং মোবাইলের মেসেজ দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট নেওয়া যায় খুব সহজেই। যখন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয় তখন সার্ভারে সমস্যা থাকার কারণে অনেকেই ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট নিতে পারেন না। তবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সার্ভার জ্যাম থাকলেও সহজ পদ্ধতি অনুসরণ করে রেজাল্ট নিবেন।

শুধু তাই নয় আজকের এই আর্টিকেলের মাধ্যমে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও রেজাল্ট নেওয়া যায়। আপনারা জানেন রেজাল্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে অনলাইনে মার্কশিট পাওয়া যায় না। আজকের দেখানোর টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা মার্কশিটসহ রেজাল্ট নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক,,,

সবার আগে এইচএসসি রেজাল্ট দেখার উপায়?

বাংলাদেশে মোট তিনটি উপায় পরীক্ষার রেজাল্ট দেখা যায়। তো চলুন নিচে জেনে নেই কি ৩টি পদ্ধতিঃ

  1. সশরীরে কলেজে গিয়ে।
  2. অনলাইনের মাধ্যমে।
  3. মোবাইলে এসএমএসের মাধ্যমে।
আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কলেজে গিয়ে রেজাল্ট জানতে হবে। তবে আজকে আমরা দুটি সিস্টেম আপনাদেরকে দেখাবো যে দুটি সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা মোবাইল ব্যবহার করে ঘরে বসেই রেজাল্ট নিতে পারবেন।

অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক দুটি ওয়েবসাইট রয়েছে। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আপনার কাঙ্খিত রেজাল্ট চেক করে নিতে পারেন। এই ওয়েবসাইট দুটি হলোঃ


বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশিত হলে উপরের দেওয়া দুটি লিংকের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করে থাকে। তাই এই দুটি লিংকের যেকোনো একটিতে ঢুকে আপনার কাঙ্খিত রেজাল্ট বের করে নিতে পারেন।

ইন্টারনেটের মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়মঃ

অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে উপরের লিংকে যেতে হবে। ও লিংকে যাওয়ার পরে আপনার আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে রেজাল্ট খোঁজে নিতে হবে।

hsc result dekar link



  • প্রথমে উপরে দেওয়া যেকোনো একটি লিংকে ঢুকে Examination অপশন থেকে আপনি যে রেজাল্ট নিতে চান সেই পরীক্ষার নাম নির্বাচন করুন।
  • এরপর Year অপশন থেকে পরীক্ষার সাল এবং Board অপশন থেকে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করুন।
  • এবার নিচে দুটি ঘরে Roll এবং Reg: No নাম্বার বসিয়ে দিন।
  • পরবর্তী ধাপে দুটি সংখ্যা দেবে এই দুইটি সংখ্যার যোগ করে যোগফল নিচের বক্সে বসাতে হবে।
যেমন এখানে যদি ২+৫ দেওয়া থাকে তবে দুই আর সাত এর যোগফল ৭ লিখতে হবে। এবার সবকিছু ঠিক থাকলে Submit অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি আপনার সামনে চলে আসবে। এভাবে আপনারা খুব সহজে অনলাইনে মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিতে পারেন। তবে যদি বুঝতে কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার উপায়ঃ

অনলাইনে মাধ্যমে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট নেওয়া দেখালাম তবে আপনি যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন আর আপনার ইন্টারনেট ভালোভাবে কাজ না করে তাহলে কিভাবে রেজাল্ট নিবেন? অথবা আপনার ফোনে যদি এমবি বা ওয়াইফাই না থাকে তাহলে কিভাবে অনলাইনে মাধ্যমে রেজাল্ট নিবেন? এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার রেজাল্ট নিতে হবে। তো চলুন দেখে আসি কিভাবে মোবাইলে মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিতে হয়।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে। HSC <স্পেস> DHA <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC DHA 568578 2023 এভাবে লিখে ১৬৬২২ নাম্বারে পাঠাতে হবে।

বোর্ডের শর্ট নামের তালিকা

বোর্ড নাম শর্ট নাম
Comilla Board COM
Sylhet BoardSYL
Barishal BoardBAR
Rajshahi BoardRAJ
Dhaka BoardDHA
Jessore Board JES
Dinajpur Board DIN
Mymensingh Board MYM
Chittagong Board CHI
Tecnical Board TEC
Madrasah Board MAD


প্রথমে এসএসসি লিখতে হবে এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর। এরপর আবার একটি স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ এই নাম্বারে।

শিক্ষা বোর্ডগুলোর শর্ট নামের তালিকা নিচে দেওয়া হলোঃ

আপনি যদি মোবাইলের SMS মাধ্যমে পরীক্ষার রেজাল্ট নিতে চান তাহলে আপনাকে বোর্ডের প্রথম দিন অক্ষর জানতে হবে। কারন আপনার বোর্ডে প্রথম তিন অক্ষর দিয়ে এসএমএস না পাঠালে রেজাল্ট নিতে পারবেন না। তাই জাতীয় শিক্ষা বোর্ডের সকল বোর্ডের প্রথম তিন অক্ষর আপনার সুবিধার্থে নিচে দেওয়া।
SMS এর মাধ্যমে ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
SMS এর মাধ্যমে HSC <একটা স্পেস> DHA <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে বরিশাল বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> BRA <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> SYL <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> COM <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> SYL <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> RAJ <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> JES <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে দিনাজপুর বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> DIN <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।
SMS এর মাধ্যমে টেকনিক্যাল বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
HSC <একটা স্পেস> TEC <একটা স্পেস> 565874 <একটা স্পেস> 2023 এবং সেন্ড করুন 16222 নাম্বারে।

সবশেষ, প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে মাধ্যমে এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতে হয় যদি কোথাও কোন সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন যতদূর পারি হেল্প করার চেষ্টা করব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url