Critical Defect কি? ২০টি ক্রিটিক্যাল ডিফেক্ট এর নাম
যারা গার্মেন্টসে কোয়ালিটি চাকরি করেন তারা অবশ্যই জানেন ক্রিটিক্যাল ডিফেক্ট কি। তবে যারা গার্মেন্টসে নতুন কোয়ালিটি চাকরি নিয়েছেন ক্রিটিক্যাল ডিফেক্ট কি জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। যারা গার্মেন্টসে কোয়ালিটি চাকরি অথবা কোয়ালিটি অডিটর এবং জিপিকিউ পদে চাকরি নিতে চাচ্ছেন তাদের ক্রিটিকাল ডিফেক্ট সম্পর্কে অবশ্যই ধারণা থাকা উচিত। তো চলুন শুরু করা যাক,,,
ক্রিটিক্যাল ডিফেক্ট কি?
যে সকল ডিফেক্ট বা সমস্যার কারণে বায়ার স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকে সেসকল ডিফেক্টকে ক্রিটিকাল ডিফেক্ট বলে। গার্মেন্টসে ক্রিটিক্যাল ডিফেক্ট কে সবথেকে বড় সমস্যা হিসেবে গণ্য করা হয়। বায়ার ইন্সপেকশন করার সময় একটি ক্রিটিক্যাল ডিফেক্ট পেলে পুরো অর্ডারটি ফেইল দিতে পারে। পরবর্তীতে পুরো অর্ডারটি আবার QC দিয়ে পুনরায় করে চেক করে দিতে হয়।
Critical Defect Name গার্মেন্টস ক্রিটিক্যাল ডিফেক্টর এর নামঃ
- মিনিমাম নেক স্টিচ (Minimum Neck Stitch)
- আনকাট থ্রেড (Uncut Thread)
- বাটন ব্রোকেন (Button Broken)
- বাটন হাফ স্টিচ (Button Half Stitch)
- কালার ব্লিড (Color Bleed)
- স্টাইল মিসিং (Style Mistake)
- স্টুকুইন ব্রোকেন (Sequine Broken)
- স্টোন ব্রোকেন (Stone Broken)
- লুফ থ্রেড (Loop Thread)
- মোল্ড (Mold)
- সেকুইন সাপারনেস (Sequine Sharpness)
- বারকোড মিসিং (Barcode Missing)
- ইনএলিজবেল প্রিন্ট (Ineligible Print)
- ব্রোকেন নিডেল (Broken Needle)
- এমব্রয়ডারি ফল্ট থ্রেড (Embroidery Folt Thread)
- ওয়াস কেয়ার কোড ভুল (Wash Care Code Wrong)
- ধারালো রয়েজ (Sharp Edges)
- ব্রোকেন হ্যাঙ্গার (Broken Hanger)
- ভুল মেজারমেন্ট (Wrong Measurement)
- লেভেল রং ইনফরমেশন (Label Wrong Information)
আশা করি এই পোস্টটি যারা গার্মেন্টসে কাজ করেন এবং কোয়ালিটিতে চাকরি নিতে চান তাদের জন্য অনেক উপকারে আসবে।