ছেলেদের ত্বক ফর্সা করার সবচেয়ে ভালো উপায় কি
শীতে ছেলেদের ত্বকের যত্নঃ
শীত আসলে বাড়তি নজর দিতে হয় শরীরের প্রতি। কারন বাতাসের আদ্রতা বেশি থাকায় শরীরের ময়েশ্চারাইজার কমে যায়। এই সময় ত্বকে ময়েশ্চারাইজার ব্যাবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা গুলো দূর হয় এবং ত্বকে কোমল ও হাইড্রেটেড রাখে। শীতে ছেলেদের ত্বকের শুষ্কতা বেশি দেখা যায়। তাই শীতে ছেলেদের ত্বকের যত্ন একটু বেশি নিতে হবে।
শীতে ছেলেদের ত্বকের ক্রিমঃ
শীত আসার সাথে সাথে আমাদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। শুধু মেয়েদেরই নয় পাশাপাশি ছেলেদের ও ত্বকের উপর মারাত্মক প্রভাব ফেলে শীত। ছেলেদের ত্বকের ক্ষেত্রে দুই ধরনের ত্বক সবচেয়ে বেশি চোখে পরে।
- তৈলাক্ত ত্বক।
- ড্রাই স্কিন ত্বক।
তৈলাক্ত স্কিনে ব্রণ উঠা শুরু এবং ড্রাই স্কিনে ত্বক ফেটে যায়। তাই এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পন্ড'স সুপার লাইট জেল ময়শ্চারাইজার ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্রিম।
ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়ঃ
ছেলেদের শুষ্ক ত্বকের জন্য মধু অনেক উপকারী। শুধু তাই নয় ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধা চামুচ মধুর সঙ্গে এক টুকরো লেবুর রস মিশিয়ে মুখে ভালো ভাবে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের উজ্জ্বলতা আসে। অ্যালোভেরার জেল এ প্রচুর পরিমানে অন্টিঅক্রিডেন্ট থাকে যা ফাটা ত্বক সারিয়ে তুলতে অনেক উপকারী। সপ্তাহে ১ থেকে ২ দিন অ্যালোভেরার জেল মুখে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষ গুলোকে সতেজ করে এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্নঃ
ছেলেদের তৈলাক্ত ত্বক একটি বড় সমস্যা। তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করতে হলে প্রতিদিন সকালে এবং বিকালে গরম পানি ও আলফা হাইড্রকসি এসিড যুক্ত ফেস ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে এবং তৈলাক্ত যুক্ত খাবার বাদ দিয়ে প্রতিদিন খাবার তালিকায় সবজি জাতীয় খাবার যোগ করতে হবে তবেই মুখের তৈলাক্ততা সমস্যা দূর হবে।
ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নামঃ
মেয়েরা যে হারে ত্বকের যত্ন নেয় ছেলেরা সেই ভাবে ত্বকের যত্ন নেয় না। কিন্তু মেয়েদের থেকে ছেলেদের ত্বকের যত্ন বেশি নেয়া দরকার। কারণ ছেলেরা সবসময় বাইরে ধুলাবালিতে কাজ করে। অনেক ছেলেরা ফেসওয়াস ব্যবহার করে। কিন্তু অনেকেই স্ক্রাব ব্যবহার করে না। স্ক্রাব ত্বকের ভিতর থেকে ময়লা তেলতেলে ভাব কাটিয়ে সতেজ করে দেয়।ছেলেদের অনেক স্ক্রাব রয়েছে তার মধ্যে কয়েক টা হলোঃ Mcaffeine coffee face scrub (100gm), ustraa face scrub (100 gm), Beardhood Tan Removal face scrub (100gm) এসব স্ক্রাব এর মধ্যে যার ত্বকে যে স্ক্রাব উপকারে আসবে সে সেই স্ক্রাব ব্যবহার করতে পারবে।
ছেলেদের চেহারা সুন্দর করার উপায়ঃ
মেয়েরা যেমন ত্বকের যত্ন নেয় ছেলেদের ঠিক তেমনি যত্ন নেয়া দরকার। কারণ মেয়েদের তুলনায় ছেলেরা বাহিরে বেশি থাকে তাই তাদের ত্বক উষ্ক হয়। তাই ছেলেদের চেহারা সুন্দর ঘরোয়া ভাবে করা যায়, যেমনঃ একটি পাত্রে একচা চামুচ গুড়া দুধ,দুই চা চামুচ লেবুর রস, ১/২ চা চামুচ মধু মিশিয়ে মুখে ১০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলতে হবে। এভাবে ঘরোয়া ভাবে প্রতিদিন চেহারার যত্ন নিলে ছেলেদের চেহারা এমনি সুন্দর হবে।
ছেলেদের রুপ চর্চাঃ
ছেলেরা দিনে বেশির ভাগ সময় বাহিরে কাটায়। তাই মেয়েদের তুলনায় ছেলেদের বেশি রুপ চর্চা করা উচিত। এজন্য প্রতিদিন বাহিরে যাওয়ার আগে সানক্রিম বা লোশন লাগিয়ে নেওয়া উচিত। এতে বাহিরের ধুলাবালি ময়লা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। যাদের ত্বক তৈলাক্ত তারা অ্যালোভেরা ও গোল্ড ফেসিয়াল করালে মুখের তৈলাক্ত দূর হয়ে যায়। ত্বকে ব্রণ থাকলে আয়ুবেদিক ফেসিয়াল করালে ব্রন দুর হয়ে যায়। সুদর্শন পুরুষ মানেই সুন্দর ত্বক, সুন্দর চুল সুস্বাস্থের অধিকারি। আর এসবের জন্য প্রয়োজন শরীরে অধিক পরিমাণে যত্ন।
ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি ফেসওয়াসঃ
ছেলেরা বেশির ভাগ সময় বাহিরে কাটায় তাই বাহির থেকে আসার পর ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিতে হয়। এতে বাহিরে যে ধুলাবালি মুখে লেগে যায় তা ফেসওায়াস করলে দূর হয়ে যায়। যাদের মুখে অনেক বেশি ব্রণ এবং রেস তারা নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং ফেসওয়াস ব্যবহার করলে তা দুর হয়ে যায়। এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ছেলেদের মুখের উজ্জ্বল বৃদ্ধি জন্য বর্তমানে (Fair & lovely Max Fairness Face was) অনেক ভালো একটি ফেসওয়াস।
ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালোঃ
বর্তমান সময়ে ছেলেদের মুখের তৈলাক্ত অধিকাংশ বেড়ে গেছে গেছে এর কারন হলো ছেলেরা অধিক সময় বাহিরে থাকার ফলে। তাই ছেলেদের মুখের তৈলাক্ত দূর করার জন্য ডাভ সাবান ভালো। কেননা এটি বিশেষ ভাবে মেয়েদের জন্য তৈরি করা হয়নি।ডাভ সাবানে এক চতুর্থাংশ ময়েশ্চারাইজিং ক্রিম এবং সাইট্রিক অ্যাসিড দ্বারা সমৃদ্ধ এবং নিম সাবান, ডিটল সাবান, লাইফ বয় সাবান ব্যবহার করতে পারেন।
ছেলেদের চেহারা সুন্দর করার খাবারঃ
ছেলেদের চেহারা সুন্দর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং সুষম খাবার গ্রহন এবং ত্বক সুন্দর করতে মাছের তেল দারুণ উপকারি। মাছের তেল খেলে শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং শসায় রয়েছে প্রচুর পরিমানে পানি পটাশিয়াম, জিংক, ভিটামিন-এ, ক্যালসিয়াম যা খেলে শরীরে আদ্রতা বজায় রাখে এবং চেহারা উজ্জ্বল হয়ে উঠে।
ছেলেদের ফেসওয়াস ব্যবহারের নিয়মঃ
ফেসওয়াস এর থেকে সাবানের মধ্যে অনেক বেশি রুক্ষ উপাদান থাকে যা মুখের ত্বকের জন্য ক্ষতিকর।যারা বাহিরে অধিক পরিমাণে সময় কাটায় তারা বাহির থেকে আসার পর ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিলে ত্বকের আদ্রতা বজায় থাকে। এভাবে সপ্তাহে অত্যন্ত দুইবার হলেও স্ক্রাব করানো উচিত এতে মুখের ব্রণের সমস্যার সমাধান হয়।