কোয়ালিটি কাকে বলে? - Garments Quality Policy

garments quality kaj ki

কোয়ালিটি কাকে বলে?

কোয়ালিটি অর্থ হচ্ছে গুনগতমান। আর গার্মেন্টসের কোয়ালিটি বলতে পোশাকের গুণগত মান নিশ্চিত করাকেই কোয়ালিটি বলে। 

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কোয়ালিটি কাকে বলে? কোয়ালিটি কত প্রকার? গার্মেন্টস ফ্যাক্টরিতে কেন কোয়ালিটি প্রয়োজন?

চলুন আগে জেনে নেই কোয়ালিটি শব্দের অর্থ কি? QUALITY Full Meaning: আমরা সকলেই জানি কোয়ালিটি অর্থ গুণগতমান। কিন্তু আমরা অনেকেই গার্মেন্টসে কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি কিন্তু QUALITY পূর্ণরূপ জানিনা। Quality অর্থঃ মান। 

  • Q= Quite (পুরাপুরিভাবে)
  • U= unity (ঐক্য) 
  • A= Ability (যোগ্যতা)
  • L= Liability (দায়িত্ব)
  • I= Intelligent (বুদ্ধিমান) 
  • T= Truthful (সত্যপরায়ণ) 
  • Y= Youthfulness (তারুণ্য)

Garments কোয়ালিটির কাজ কি?

মূলত যারা অপারেটর মেশিন চালিয়ে গার্মেন্টস তৈরি করে তাদের কাজের তদারকি করাই হচ্ছে কোয়ালিটির কাজ। অর্থাৎ একজন অপারেটর যে গার্মেন্টসটি তৈরি করছে সেগুলো বায়ারের চাহিদার সাথে কতটা মিল আছে এবং পোশাকের গুণগতমান ঠিক আছে কিনা তা যাচাই করা কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। 

📢 Read More: কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি - কোয়ালিটি কন্ট্রোলার এর বেতন কত?

গার্মেন্টস কোয়ালিটি কেন প্রয়োজন?

গার্মেন্টসে ভালো মানের পোশাক নির্ণয় করার জন্য গার্মেন্টস কোয়ালিটি রাখা হয়। একটি তৈরীকৃত পোশাক অন্যটির থেকে কতটা ভালো তা যাচাই করার জন্য কোয়ালিটি প্রয়োজন হয়। গার্মেন্টসে যদি কোয়ালিটি না থাকে তাহলে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কারণ বায়ারের চাহিদার সাথে মিল রেখে পোশাক শিপমেন্ট করতে না পারলে বায়ার আর ঐ কোম্পানিতে অর্ডার দেবে না যার ফলে কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গার্মেন্টস কোয়ালিটি বেতন?

গার্মেন্টস কোয়ালিটিরা অন্যান্য শ্রমিকের মত গ্রেড অনুসারে বেতন পেয়ে থাকে। ২০১৮ সালের ধারা অনুযায়ী একজন জেনারেল কোয়ালিটি ৮৭০০ টাকা, জুনিয়র কোয়ালিটি ৯২০০ টাকা, একজন সিনিয়র কোয়ালিটি ১০ হাজার টাকার উদ্ধে বেতন পেয়ে থাকে। এছাড়াও সুপারভাইজার ২০-২৩ হাজার, কোয়ালিটি কন্ট্রোলার ২৭-৩৫ হাজার, এবং একজন ম্যানেজার ৭০ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। এছাড়াও ওভারটাইম ডিউটি করলে বেসিক থেকে দ্বিগুণ বেতন পেয়ে থাকে।

📢 Read More: Defect কি? কত প্রকার ও কি কি?

গার্মেন্টস কোয়ালিটি কত প্রকার?

গার্মেন্টসে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে। যেমনঃ

  1. কাটিং কোয়ালিটি।
  2. সুইং কোয়ালিটি।
  3. লাইন কোয়ালিটি।
  4. ফিনিশিং কোয়ালিটি।
  5. মেজারমেন্ট কোয়ালিটি।
  6. কোয়ালিটি অডিটর।
  7. কোয়ালিটি সুপারভাইজার।
  8. কোয়ালিটি কন্ট্রোলার।
  9. কোয়ালিটি ম্যানেজার।
  10. কোয়ালিটি এজিএম।
  11. কোয়ালিটি ডিজিএম।

গার্মেন্টস কোয়ালিটি পলিসিঃ

গার্মেন্টস কোয়ালিটি প্রধান লক্ষ্য হলো, সবোর্চ্চ মানের পোশাক তৈরি করে এবং সঠিক সময়ের মধ্যে শিপমেন্ট করে বারের সন্তুষ্টি অর্জন করা সেই সাথে প্রতিষ্ঠানকে ব্যবসায়িক এবং আর্থিক সহায়তা করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url