Defect কি? কত প্রকার ও কি কি?

ডিফেক্ট কি? কত প্রকার ও কি কি?


ডিফেক্ট কি? কত প্রকার ও কি কি?

উত্তরঃ ডিফেক্ট অর্থ ত্রুটি। ইহা তিন প্রকার।

  1. ক্রিটিক্যাল।
  2. মেজর।
  3. মাইনর।

ক) ক্রিটিক্যালঃ যে সকল ডিফেক্ট বা সমস্যার কারনে কাস্টমার স্বাস্থ্যগত দিক দিয়ে ঝুঁকিতে থাকে এবং যার কারনে বায়ার সাইড হতে কমপ্লেইন ও ক্লেম আসে এবং কোম্পানী ব্যবসায়িক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে। যেমনঃ মোল্ড, ইনসেক্ট, হাফস্টিচ, ব্রোকেন বাটন, মিনিমাম এক্সটেন্ডেড মেজরমেন্ট মাইনাস, ব্রোকেন নিডেল ইত্যাদি।

📢 Read More: পাকারিং কি? পাকারিং কেন হয়? পাকারিং বন্ধ করার উপায়?

খ) মেজরঃ যে সকল ডিফেক্ট সহজে চোখে ধরা পরে, গার্মেন্টসের এপিয়ারেন্সের উপর বিরুপ প্রভাব পরে এবং কাস্টমারের মনে অসন্তোষ তৈরি করে তাকে মেজর ডিফেক্ট বলে। যেমনঃ ওপেন সীম, নেক অফসেপ, বড় ডার্টি স্পট, ব্রোকেন স্টিচ, স্কীপ স্টিচ, হোল ইত্যাদি।

গ) মাইনরঃ যে সকল ডিফেক্ট সহজে চোখে ধরা পরে না, গার্মেন্টসের এপিয়ারেন্সের উপর তেমন কোন বিরুপ প্রভাব পরে না, খুঁজে খুঁজে বের করতে হয় তাকে মাইনর ডিফেক্ট বলে। যেমনঃ ইনসাইডে ছোট রয়েজ, ছোট আনকাট থ্রেড, ছোট ওয়েল স্পট, আনইভেন সেপ ইত্যাদি।

📢 Read More: গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন - কোয়ালিটি চাকরির ইন্টারভিউ প্রশ্ন

ক্লোক ওয়াইজ চেক কি?

উত্তরঃ একটি গার্মেন্টসের একটি নির্দিষ্ট জায়গা অর্থাৎ ডান পার্শ্ব থেকে চেক শুরু করে ঘড়ির কাটার ঘূর্ণন দিক দিয়ে চেক করে এসে একই জায়গায় শেষ হওয়াকে ক্লোক ওয়াইজ চেক বলে। এক্ষেত্রে কোন অপারেশন বা প্রসেস দুইবার চেক হবে না বা কোন অপারেশন বা প্রোসেস চেক বাদও পরবে না।

ফিঙ্গারিং চেক কি?

উত্তরঃ আঙ্গুল যেখানে দৃষ্টি সেখানে এভাবে চেক করাকে ফিঙ্গারিং চেক বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url