ইংরেজি শেখার সহজ উপায় - ইংরেজিতে কথা বলার ১০টি নতুন নিয়ম
ইংরেজি শেখার সহজ উপায়? ইংরেজি শেখার সহজ উপায় কী? কিভাবে ইংরেজি শিখবো? আজ আমরা জানবো ইংরেজি শেখার সহজ উপায় যার মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজি বলতে, লিখতে এবং পড়তে পারবেন। আজ এখানে আমরা ইংরেজি শেখার ১০টি নিয়ম নিয়ে আলোচনা করব।
সহজে ইংরেজি শেখার উপায়?
সহজে অতি ইংরেজি শেখার বেশ কয়েকটি উপায় রয়েছে। ইংরেজি শেখার জন্য ইংলিশ নিউজপেপার গুলো নিয়মিত ফলো পড়ার চেষ্টা করুন। ইংরেজি রেডিও চ্যানেল অথবা টিভি শো দেখেও ইংরেজি অনুশীলন করতে পারেন । অনলাইনে বিভিন্ন সোশ্যাল অ্যাপের মাধ্যমে বাইরের দেশের সোস্যাল মিডিয়ার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলার মাধ্যমেও সহজে ইংরেজি শেখার চর্চা করা যায়। এছাড়াও রয়েছে ইংরেজি গ্রামার, গ্রামার সম্পর্কে না জানলে আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না। youtube ভিডিও দেখে, গুগল ট্রান্সলেটর মাধ্যমে, নিজে নিজের সাথে কথা বলে আমরা সহজে ইংরেজি শিখতে পারি। নিচে আমরা ইংরেজি শেখার সহজ ১০টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
১) ইংরেজি সিনেমা, রেডিও, নিউজ পেপারঃ ইংরেজি সিনেমা রেডিও, টেলিভিশন ও নিউজ পেপার দেখে অতি সহজে ইংরেজি শেখা যায়। আপনি যখন কোন হলিউডের ইংরেজি সিনেমা দেখবেন এসবের ইংরেজি ভাষা আপনাকে আকর্ষণ করবে তার দিকে। মানুষের ব্রেন নতুন কিছুর দিকে ফোকাস দেয় বেশি। তাই আপনি যখন ইংরেজি মুভি দেখবেন, ইংরেজি নতুন নতুন শব্দ শুনবেন আপনার ব্রেন খুব মনোযোগ সহকারে সেসব শব্দ শুনে বোঝার চেষ্টা করবে, আয়ত্তে নেয়ার চেষ্টা করবে। এতে করে আপনার ইংরেজি শেখা সহজ হবে।
২) গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুনঃ বর্তমানে ইংরেজি শেখার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে আপনি যে কোন ইংরেজি ওয়ার্ড এর অর্থ জেনে নিতে পারেন খুব সহজে। গুগলে গিয়ে Google ট্রান্সলেট লিখে সার্চ করলেই একটা বক্স ঘর দেখা যাবে সেখানে ইংলিশ লেখা মাত্রই বাংলায় কনভার্ট হবে খুব দ্রুত। শুধু আপনাকে ভাষা পরিবর্তন করে নিতে হবে নিজে থেকে।
📢 Read More: ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করতে কি কি লাগে - ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি
৩) YouTube এর সাহায্য নিনঃ ইংরেজি শেখার সহজ উপায় ভিডিও সহজে ইংরেজি শেখার ক্ষেত্রে ইউটিউব এর বিকল্প কিছু হয় না। ইংরেজি শেখার এমন কোন উপায় বাদ নেই এখানে। আপনি যা শিখতে চাইবেন তার সবকটিই দেয়া আছে youtube এ। ইউটিউবে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও ক্লাস রয়েছে যা থেকে আপনি সহজেই ইংরেজি শিখতে পারবেন। এর জন্য আপনাকে youtube এর সার্চ অপশনে গিয়ে যা শিখতে চান তা লিখে সার্চ করলেই অনেক অনেক ভিডিও ক্লাস পাওয়া যাবে। এসব থেকে আপনি অতি সহজেই ইংরেজি শিখতে পারবেন।
৪) ইংরেজি শেখার এপস ব্যবহার করুনঃ ইংরেজি শেখার সহজ উপায় apps এর মাধ্যমে খুব সহজে ইংরেজি শেখা যায়। বেসিক ইংরেজি শিখতে আমরা গুগলপ্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস নামিয়ে ইংরেজি শিখতে পারি। এর জন্য আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে। সহজে ইংরেজি শেখার অ্যাপস সার্চ করলেই দেখা যাবে বিভিন্ন অ্যাপস। সেখান থেকে পছন্দ মত অ্যাপস নিয়ে ইংরেজি শিখতে পারবো খুব সহজেই। এসব অ্যাপসে ইংরেজির বেসিক থেকে উচ্চ লেভেল পর্যন্ত ইংরেজি শেখার বিভিন্ন ক্লাস রয়েছে। এসব কমপ্লিট করলে অনেক ভালো ইংলিশ শেখা সম্ভব।
৫) ইংরেজি গান শুনুনঃ ইংরেজি মুভি দেখার মত ইংরেজি গান শুনেও সহজে শেখা যায়। অনলাইনে হাজার হাজার ইংরেজি গান পাবেন। এসব গান শুনে আপনার ব্রেন সহজেই অর্থ বোঝার চেষ্টা করবে। আমাদের ব্রেন খুব শার্প। নতুন কিছু পেলেই তা গ্রহণ করতে চায়। যেহেতু গানের মধ্যে নতুন নতুন শব্দ থাকবে তাই এসবের অর্থ বুঝতে ব্রেন মরিয়া হয়ে উঠবে। এর ফলে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন।
📢 Read More: ভাইভা পরীক্ষার প্রস্তুতি - ভাইবার জন্য পোশাক? ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল
৬) নিজের সাথে ইংরেজি বলতে চেষ্টাঃ আমরা ইংরেজিতে কথা বলার জন্য অনেক সময় নিজেকে নিয়ে সংকোচ বোধ করি। আমরা লজ্জায় অন্যের সাথে কথা বলতে পারিনা এই ভয়ে যে আমাদের ইংরেজি উচ্চারণে ভুল হবে অনেক। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলব। যখন আমরা নতুন কিছু ইংরেজি জানব তখন আমরা আমাদের নিজের উপরেই সেসব প্রয়োগ করব। এতে করে নিজের ভেতর থাকা দুর্বলতা কেটে যাবে এবং নিজের আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেকগুন।
৭) ইংরেজিতে কথা বলা লোকেদের সাথে থাকুনঃ সহজে ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো বন্ধু নির্বাচন। আমাদের এমন বন্ধু নির্বাচন করতে হবে যাদের মধ্যে ইংরেজি শেখার প্রচুর আগ্রহ রয়েছে অথবা যিনি ইংরেজিতে অনেক ভালো পারদর্শী। এমন বন্ধু বাছাই করলে অতি সহজে আমরা ইংরেজি শিখতে পারবো। যাদের সাথে আপনি চাইলেই ইংরেজিতে কথা বলতে পারবেন, তথ্যের আদান-প্রদান করতে পারবেন এবং যেকোন অজানা ইংরেজি বিষয় জানতে পারবেন। আর এসব লোকদের সঙ্গে চলাফেরা করলে ইংরেজিতে আপনার দক্ষতা অনেক গুণ বৃদ্ধি পাবে। আপনি চাইলে বিদেশী কিছু বন্ধু আপনার ফ্রেন্ডলিস্টে এড করতে পারেন। তাদের সাথে প্রতিনিয়ত কথা বললেও আপনার ইংরেজিতে দক্ষতা চলে আসবে।
৮) ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তাঃ ইংরেজি শেখার কোর্স করেও ইংরেজি শেখা যায়। সহজে ইংরেজি শেখার প্রথম শর্ত হচ্ছে গ্রামার শেখা। এর বিকল্প কিছু নেই। ইংরেজি গ্রামারের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়ে জানতে হবে আমাদের। ইংরেজি গ্রামারের বেসিক লেভেল থেকে আমাদের জানতে হবে। ইংরেজি গ্রামারের বেসিক লেভেল জানতে আমরা গ্রামার বই অথবা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও ডকুমেন্টস দেখেও শিখে নিতে পারি। যেমন ধরুন টেন্স, পার্টস অফ স্পিচ, সেনটেন্স ইত্যাদি বিষয় ভালো হবে জানতে হবে।
📢Read More: কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়? পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ৮টি টিপস
৯) ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননাঃ আপনাকে কোথাও ইংরেজিতে কিছু বলতে বলা হলে কখনোই সংকোচ করবেন না। আপনি মনের সাহস নিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করবেন। মানুষ মাত্রই ভুল আপনারও প্রথম দিকে ভুল হবে কিন্তু পরবর্তীতে কথা বলতে বলতে আপনি আপনার ভুল শুধরে নিয়ে ইংরেজিতে দক্ষতা আনতে পারবেন। যেকোন সেমিনারে ইংরেজিতে বক্তব্য দিবেন। যেখানে সুযোগ পাবেন সেখানেই ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। এভাবেই আপনি আপনার জড়তা কাটিয়ে ইংরেজি তে নিজের দক্ষতা আনতে পারবেন।
১০) স্পোকেন ইংলিশ ক্লাসঃ বর্তমানে অনলাইনে অনেক ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারেন। স্পোকেন ইংলিশ ক্লাস ইংরেজি শেখাতে অনেক বড় কাজে দেয়। ইংরেজিতে কথা বলতে আমাদের কমবেশি সবারই জরতা রয়েছে। এসব জড়তা কাটাতে স্পোকেন ইংলিশ ক্লাসের তুলনা হয় না। এসব ইংলিশ ক্লাস করতে আপনাকে অনেক ইংরেজি অর্থ জানতে হবে এবং কথা বলার সময় অনেক ইংরেজি শব্দের প্রয়োজন বোধ করবেন। এই প্রয়োজনবোধ থেকেই আপনি অনেক কিছু শিখতে পাবেন। স্পোকেন ইংলিশ ক্লাসের বিভিন্ন কোর্স পাওয়া যায় অনলাইনে এবং বিভিন্ন প্রতিষ্ঠান পাবেন শহর এলাকাগুলোতে। এসব মাধ্যম ব্যবহার করে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে ইংরেজি আয়ত্ত করা যায়। শিক্ষার কোন শেষ নেই আপনি চাইলে প্রতিদিন একটি করে ইংরেজি শব্দ মুখস্ত করলে বছর শেষে ৩৬৫টি ইংরেজি আপনার শেখা হয়ে যাচ্ছে। এভাবে এক সময় দেখবেন আপনি ইংরেজিতে অনেক পারদর্শী এবং দক্ষ হয়ে উঠেছেন।